‘ভালোবাসা সীমাহীন’, ‘পাগলা দিওয়ানা’, ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘নগর মাস্তান’ এবং ‘মহুয়া সুন্দরী’- গত বছর এই ছয় ছবি নিয়ে রুপালি পর্দায় শানদার অভিষেক ঘটে পরীমণির। পদার্পণের প্রথম বছরে এতগুলো ছবি মুক্তির রেকর্ড আর কোনো নায়িকার নেই।
ছবিগুলোর মধ্য থেকে একটি মাত্র ছবি অনলাইনে প্রকাশ পেয়েছে। ‘পাগলা দিওয়ানা’ ছবিটির মিউজিক লেবেল টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া মাত্র পরীভক্তরা ছবিটিকে লুফে নেয়। ইতিমধ্যে
২০ লাখ ‘ভিউ’ ছাড়িয়ে গেছে পরীমণি অভিনীত ‘পাগলা দিওয়ানা’র।
গত বছর ৩ এপ্রিল মুক্তি পায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘পাগলা দিওয়ানা’। এতে পরীর বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়াজ। শাহরিয়াজ-পরীমনি ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন অমৃতা, সবুজ খান, মিশা সওদাগর, রুবেলসহ আরো অনেকে।
আলেচিত নায়িকা পরীমণিকে যারা সিনেমা হলে গিয়ে দেখতে পারেননি, সেই ঘরের দর্শকরা অপেক্ষায় ছিলেন তার কোনো ছবির অনলাইন রিলিজের জন্য। ‘পাগলা দিওয়ানা’ তাই ছুটছে…।